মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ১১ মে:
ধান বিক্রি করার নাম করে মেহেরপুর সদর উপজেলার বামনপাড়া গ্রামের চাতাল ব্যাবসায়ী রফিকুল ইসলামের কাছ থেকে ১ লাখ ৪২ হাজার টাকা নিয়ে চম্পট দিয়েছে এক প্রতারক্ রোববার সন্ধ্যা ৬ টার দিকে ওই ঘটনা ঘটে।
জানা গেছে, রোববার সকালের দিকে কুষ্টিয়া জেলার মিরপুরের চাতাল ব্যবসায়ী পরিচয়ে সদর উপজেলার বামনপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে চাতাল ব্যবসায়ী রফিকুল ইসলামের কাছে ধান বিক্রি করার কথা বলে। বিকালে ওই ব্যাসায়ী রফিকুলকে নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের নিচতলায় এসে ১ লাখ ৪২ হাজার টাকা গ্রহন করে। এ সময় ওই প্রতারক ব্যবসায়ী রফিকুলকে কাগজ কলম কিনে আনতে পাঠায়। ওই সুযোগে সে টাকা নিযে চ¤পট দেয়। ঘটনার পরপরই তাকে আর না পেয়ে রফিকুল কান্নায় ভেঙ্গে পড়ে।