মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৪ এপ্রিল:
মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ক্রীড়া একাদশের উদ্যোগে নতুন বছরের আগমনকে দিন ব্যাপী নানা আয়োজনে পালন করা হয়।
সকালে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাংলা বর্ষবরন অনুষ্ঠানের উদ্বোধন করেন।
এ সময় জেলা পরিষদের প্রশাসক অ্যাড.মিয়াজান আলী,আমঝুপি ক্রীড়া একাদশের সভাপতি আব্দুল গনি, সাধারন সম্পাদক লিটন প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে দিন ব্যাপী অনুষ্ঠান পুরুস্কার বিতরণের মধ্য দিয়ে রাতে শেষ হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. মারুফ আহমেদ বিজন, আমঝুপি ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম প্রমুখ।