মিজানুর রহমান:
মেহেরপুরের সেই বহুল আলোচিত পাগলপারা প্রেমের চাঞ্চল্যকর ঘটনার নায়ক-নায়িকা জামাই-শ্বাশুড়ী আজ ১ আগস্ট রোববার বিকেলে চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত থেকে জামিন পেয়ে অবশেষে শ্বাশুড়ী ফিরলো পুর্বের স্বামীর ঘরে আর জামাই হারালো দ’ুকুল।
মেহেরপুর সদর উপজেলার রুদ্রনগর গ্রামের জামাই উজলপুরের শ্বাশুড়ী রেখা খাতুনের পরকীয়া প্রেমের সুত্র ধরে শ্বাশুড়ী জামাতা স্বামীর স্ত্রী হওয়ার ১ সপ্তাহ পর হাজতবাস থেকে বেরিয়ে এসে শ্বাশুড়ী রেখা তার পুর্বের স্বামী গোলাম মোস্তফার ঘরে ফিরে গেলেও ঘটনার নায়ক মজিদুল বৌ শ্বাশুড়ী দুটোই হারিয়েছে। রুদ্রনগর গ্রামের সিতাব মোল্লার ছেলের মজিদুলের সাথে চলতি সালের ১০ মার্চ উজলপুর গ্রামের গোলাম মোস্তফার কন্যা রাজিয়া সুলতানা মুক্তার সাথে সামাজিক রীতি অনুযায়ী বিয়ে হয়। বিয়ের পর মজিদুল তার শ্বাশুড়ী রেখা খাতুনের সাথে পরকীয় প্রেমের সর্ম্পক গলে তোলার পর রেখার কন্যা মুক্তা বিষয়টি জানতে পেরে তার স্বামী মজিদুলকে তালাক দেয়। পরে গত ২৬ জুলাই জামাই মজিদুল তার শ্বাশুড়ী রেখার হাত ধরে অজানার উদ্দ্যেশে পাড়ি জমায়।
বিষয়টি মেহেরপুরে টপ অব দ্য টাউনে পরিনত হওয়ার পর রেখার স্বামী গোলাম মোস্তফা তার স্ত্রীকে অপহরণ করছে মর্মে মেহেরপুর থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে। ২৭ জুলাই গোলাম মোস্তফা তার স্ত্রীকে থানা থেকে নেয়ার চেষ্টা করলে রেখা তার জামাতা মজিদুলকে বিয়ে করেছে মর্মে জানিয়ে দিলে থানা তাকে কোর্টে চালান দেয়। কোর্ট তাদেরকে জেলখানায় প্রেরনের নির্দেশ দেন। গতকাল গ্রাম্য সালিশের পর আদালতের মাধ্যমে রেখা এবং মজিদুল জেলখানা থেকে বেরিয়ে রেখা তার পুর্বেল স্বামী গোলাম মোস্তফার বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নেয়। এদিকে জেলাখানায় থেকে বের হওয়ার সময় আদালত প্রাঙ্গনে শতশত উৎসুক জনতার ভীড় লেগে যায়। এদিকে শ্বাশুড়ী রেখা তার পুর্বের স্বামী গোলাম মোস্তফাকে ফিরে পেলেও মজিদুল হারালো তার স্ত্রী মুক্তা ও শ্বাশুড়ীরুপী বৌ রেখাকে। এ নিয়ে আদালত পাড়ায় অনেককে মন্তব্য করতে দেখা যায় মজিদুলের একুল ওকুল দুকুলই হারালো।