মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ২৪ মার্চ:
আপি ওয়ালমার্ট ফাউন্ডেশন কার্যক্রমের উদ্যোগে মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারন অধিপ্তরের সহযোগীতায় আলু চাষে গুটি ইউরিয়া প্রদর্শনী প্লটের উপর ফসল কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে মেহেরপুর সদর উপজলার শোলমারী গ্রামে কৃষানী আয়েশা খাতুনের মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত মাঠ দিবসে সভাপতিত্ব করেন সাবেক ইউপি সদস্য রোজিনা খাতুন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপরিচালক চৈতন্য কুমার দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা এন এ হালিম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন আপি ওয়ালমার্টের ফিল্ড অফিসার শামীমা নাসরিন, উপসহকারী কৃষি কর্মকতা আবু সালেহ, কৃষানী আয়েশা খাতুন প্রমুখ।
অনুষ্ঠানে বক্তরা বলেন, গুটি ইউরিয়া প্রয়োগের ফলে একদিকে খরচ যেমন কম হয় অন্যদিকে উৎপাদন বৃদ্ধি পায়। বক্তারা আরো বলেন, আলু ছাড়াও ১২ রকমের সব্জী চাষে গুটি ইউরিয়া ব্যাবহার করা যায়্।