মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ১৬ মার্চ:
চলতি মৌসুমে মেহেরপুর জেলায় গম চাষের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। গমের বাম্পার ফলন হবে বলে কৃষকরা ধারণা করছে।
মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে মেহেরপুর জেলায় গম চাষের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছিল ১৬ হাজার ৭’শ৩৮ হেক্টর জমিতে। কিন্তু এবার গম চাষের অনুকুল পরিবেশ থাকায় নির্ধারিত লক্ষ্য মাত্রার চেয়ে ৪’শ৬২ হেক্টর বেশী জমিতে গম চাষ হয়েছে। অর্থাৎ মেহেরপুর জেলায় গম চাষ হয়েছে ১৭ হাজার ২শ হেক্টর জমিতে। গত বছর মেহেরপুর জেলায় গম চাষ হয়েছিল ১৭ হাজার ৬শ ৯৫ হেক্টর জমিতে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে আরো জানা গেছে, আবাদকৃত জমির মধ্যে মেহেরপুর সদর উপজেলায় ৬ হাজার ৮ শ হেক্টর, মুজিবনগর উপজেলায় ১ হাজার ৫শ হেক্টর এবং গাংনী উপজেলায় ৮ হাজার ৯ ’শ হেক্টর জমিতে গম চাষ হয়েছে।
মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামের গমচাষী শহিদুল ইসলাম জানান, আবহাওয়া ভালো থাকায় গমের ফলন অনেক ভালো হয়েছে। তিনি বলেন,এই ,মৌসুমে বিঘা প্রতি তার জমিতে ১৬/১৭ মন গম পাওয়া যাবে।
সদর উপজেলা কৃষি কর্মকর্তা এসএ, নুরুন্নবী আবু আল হালিম জানান, চলতি মৌসুমে আনুকুল পরিবেশ থাকায় আবাদকৃত গমের বাম্পার ফলন হওয়ার সম্ভাবনা অনেক বেশী।