মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ০৪ মার্চ:
মেহেরপুরের মুজিবনগর উপজেলার ইটভাটাগুলোতে আবারো চাঁদার দাবীতে সন্ত্রাসী হামলা শুরু হয়েছে। ইটভাটায় চাঁদা চেয়ে না পেয়ে হামলা চালিয়ে দুটি ট্রাক্টর ও অফিস ঘরে আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে। এসময় লোহার রড ও লাঠি পেটা করে আহত করেছে ৭ শ্রমিককে। এ ঘটনায় আহতরা হলেন, ইটভাটার ইট পোড়ানো শ্রমিক চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের মিঠুন (১৭), মমতাজ উদ্দীন (২৪), কার্পাাসডাঙ্গা এলাকার আব্দুল মোতালেব (২৪), মুক্তারপুর এলাকার আবু সাঈদ (২৮), ইনতাজ আলী (২৫), খাঁপাড়া এলাকার সাদেক আলী (৪০) ও মুজিবনগর উপজেলার রামনগর গ্রামের উজ্জল হোসেন (৩৫)। বর্তমানে তারা মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে চিকিৎসাধীন রয়েছে।
সোমবার দিবাগত রাত দেড় টার দিকে এ সন্ত্রাসী হামলা ও আহতের ঘটনা ঘটেছে মেহেরপুর-মুজিবনগর সড়কের কেদারগঞ্জ বাজারের অদুরে মোনাখাল ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম মোল্লার ইটভাটায়।
আহত শ্রমিকরা জানান, কয়েক দিন আগে ২/৩ জন সন্ত্রাসী ইটভাটায় এসে একটি মোবাইল নম্বর দিয়ে মালিককে যোগাযোগ করার জন্য বলে যায়। ইটভাটার মালিক সন্ত্রাসীদের সাথে যোগাযোগ না করার জন্য তারা এসে আজকে হামলা চালিয়েছে। সন্ত্রাসীরা ভাটায় এসে প্রথমেই ২ টি ট্রাক্ট্রর আগুন লাগিয়ে দেয়। এরপর অফিস ঘরে আগুন দেয়। আগুনে ট্রাক্ট্রর ও অফিসঘর সম্পূর্ণ রুপে ভস্মিভূত হয়েছে।
ইটভাটার মালিক মোনাখালি ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা শফিকুল ইসলাম মোলা জানান, বেশ কিছুদিন থেকে সন্ত্রাসীরা মোবাইল ফোনে চাঁদা চেয়ে আসছিল। তাদের দাবী করা চাঁদা না দেওয়ায় ইটভাটায় হামলা চালিয়েছে।
মুজিবনগর থানার উপপরিদর্শক (এসআই) মধুসুদন জানান, ইটভাটায় সন্ত্রাসী হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছানোর আগেই সন্ত্রাসীরা পালিয়ে গেছে। রাতভর অভিযান চালানো হয়েছে। তবে কাউকে আটক করা য়ায়নি।
মুজিবনগর থানার ওসি আসালাম খাঁন জানান, এলাকার এসব চাঁদাবাজ সন্ত্রাসীদের ধরতে বিভিন্ন সময়ে অভিযান চালানো হচ্ছে।