মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৩০ জানুয়ারি:
আপি ওয়ালমার্ট ফাউন্ডেশন কার্যক্রমের আওতায় মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগীতায় গুটি ইউরিয়া প্রদর্শনী প্লটের ফসল কর্তন উপলক্ষে মাঠ দিবসের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার বিকালে মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর গ্রামে তহমিনা খাতুনের সভাপতিত্বে ফুলকপির উপর অনুষ্ঠিত মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্ভিদ সংরক্ষণ বিশেষজ্ঞ ড. মো: আক্তারুজ্জামান।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা কৃষি অফিসার এন এ হালিম, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা নুরুল ইসলাম, স্থানীয় ডিলার আব্দুল বারি,উপসহকারী কৃষি কর্মকর্তা সোলাইমান হোসেন। বক্তব্য রাখেন,আপি’র ফিল্ড সুপারভাইজার লাভলী আক্তার, ফিল্ড মনিটরিং অফিসার আয়েশা আক্তার, কৃষানী আরমিনা খাতুন, গোলেনুর খাতুন প্রমুখ।