মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৪ জানুয়ারি:
মেহেরপুরের গাংনী উপজেলা বাজারে ভ্রাম্যমান আদালতের টিম অভিযান চালিয়ে বই ব্যবসায়ী ও মিষ্টির দোকানে জরিমানা করেছে।
আজ মঙ্গলবার বিকাল সাড়ে ৩ টার সময় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাংনী উপজেলা নির্বাহী অফিসার মহাম্মদ আব্দুস সালাম পুলিশের সাহায্যে এ অভিযান পরিচালনা করেন।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আব্দুস সালাম জানান, দীঘদিন যাবৎ গাংনী বাজারের হাইস্কুল মার্কেটের শ্যামলী বুকল্যান্ড অবৈধ নোট ও গাইড বইয়ের ব্যবসা ও অনুমোদন ছাড়াই শিশু খাদ্য বিক্রি করে আসছে।
এ কারনে শ্যামলী বুকল্যান্ডের মালিক আতিয়ার রহমানের কাছ থেকে ৭ হাজার টাকা জরিমানা ও তার নোট বইয়ের গুদাম সিল গালা করে দেওয়া হয়েছে।
এছাড়া গাংনী বাজারের মসজিদ মার্কেটের নিচে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরী ও বিক্রির অভিযোগে দোকানের মালিক শাজাহানের কাছ থেকে ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।