মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৪ নভেম্বর:
কৃষি উৎপাদনশীলতা উন্নয়ন তরান্বিতকরণ প্রকল্প (আপি)’র উদ্যোগে মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের সহযোগীতায় মাটির গভীরে সার প্রয়োগ(এফডিপি) ও ফসল উৎপাদন প্রযুক্তি বিষয়ক দিনব্যাপী উপসহকারী কৃষি কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
আজ রোববার মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় মেহেরপুর জেলা কুষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক শেখ ইফতেখার হোসেন , আপির সিনিয়র কৃষিবিদ ড.ফরহাদ হোসেন সহায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। মেহেরপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা এনএ হালিম,কৃষি সম্প্রসারন কর্মকর্তা যোবাইদুর রহমান,উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুর রকিবসহ বিভিন্ন এলাকার প্রায় ৭০ জন উপসহকারী কৃষি কর্মকর্তা দিনব্যাপী কর্মশালায় অংশ নেয়।