নিউজ ডেস্ক:
মহান একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্দ্যেগে প্রভাত ফেরীর আয়োজন করা হয়। জেলা প্রশাসক মোঃ জামালউদ্দিন আহমেদ এর নেতৃত্বে প্রভাতফেরীটি মেহেরপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অন্যান্যদের মধ্যে পুলিশ সুপার ইকবাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুর রউফ, হেলালউদ্দিন সহ বিভিন্ন প্রতিষ্ঠানের ছেলেমেয়েরা অংশগ্রহণ করে। এসময় মেহেরপুর শহীদ সামসুজ্জোহা নগর উদ্দ্যান মফিজুর রহমান মুক্ত মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর আগে মেহেরপুর সরকারী কলেজ, সরকারী মহিলা কলেজ, পৌর কলেজ, মাধ্যমিক বালিকা বিদ্যালয়, এবিএম কলেজ, সরকারী বালক বিদ্যালয়, সরকারী বালিকা বিদ্যালয় ফিডস ওয়াল্ড, অক্সফোর্ড, হোলি পাবলিক, মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলা একাডেমী সহ বিভিন্ন সামাজিক সাংষকৃতিক গোষ্ঠীর পক্ষ থেকে শহীদ বেদীতে পুস্পমাল্য অর্পন করে।