মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৮ সেপ্টেম্বর:
মেহেরপুর জেলা প্রশাসনের অয়োজনে বনার্ঢ্য র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে মেহেরপুরে পালিত হলো আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস-২০১৩।
আজ শনিবার সকাল ৯ টার দিকে মেহেরপুর জেলা প্রশাসক মাহমুদ হোসেনের নেতৃত্বে আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস পালন উপলক্ষে একটি র্যালী জেলা শিল্প কলা একাডেমী প্রাঙ্গন থেকে শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এসে শেষ হয়। র্যালীতে অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) হেমায়েত হোসেন,সহকারী পুলিশ সুপার আব্দুল জলিল, জেলা তথ্য অফিসার এস এম রাহাত হাসনাতসহ বিভিন্ন সরকারী অফিসের কর্মকর্তা কর্মচারীরা অংশগ্রহন করেন।
র্যালী শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটির তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা প্রশাসক মাহমুদ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) হেমায়েত হোসেন,সহকারী পুলিশ সুপার আব্দুল জলিল,জেলা তথ্য অফিসার এস এম রাহাত হাসনাত,সহকারী কমিশনার হুমায়ন কবির,রাজিবুল আলম,দৈনিক মেহেরপুরের ভারপ্রাপ্ত সম্পাদক রশিদ হাসান খান আলো প্রমুখ।