মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৭ সেপ্টেম্বর:
মেহেরপুর প্রেসক্লাবের অন্যতম সদস্য ও মানবজমিনের মেহেরপুর জেলা প্রতিনিধি সাংবাদিক সামাদুল ইসলামের ৩য় মুত্যুবার্ষিকী উপলক্ষে মেহেরপুর নিউজের উদ্যোগে দু’আ মাহফিলের আয়োজন করা হয়।
আজ শুক্রবার বাদ জুম্মা মেহেরপুর আনছার ভিডিপি জামে মসজিদে অনুষ্ঠিত দু’আ মাহফিলে মেহেরপুর সরকারী বালক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক শফি উদ্দিন,অগ্রনী ব্যাংকের ম্যানেজার রমজান আলী, মেহেরপুর প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি মিজানুর রহমান,বাংলাদেশ প্রতিদিনের মেহেরপুর প্রতিনিধি মাহবুবুল হক পোলেন,আন্দোলনের বাজারের মেহেরপুর প্রতিনিধি মেহের আমজাদ,মেহেরপুর নিউজের বার্তা সম্পাদক ইয়াদুল মোমিনসহ এলাকার সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। পরে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়।