মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৬ সেপ্টেম্বর:
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রনালয়ের উদ্যোগে মেহেরপুর জেলা প্রশাসনের সহযোগীতায় ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রের উদ্যোক্তাদের ৫দিন ব্যাপী লার্নিং এন্ড আর্নিং বিষয়ক আউট সোর্সিং প্রশিক্ষন শেষ হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে মেহেরপুর সার্কিট হাউজ মিলনায়তনে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মসূচীর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র তুলে দেন মেহেরপুরের জেলা প্রশাসক মাহমুদ হোসেন। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হেমায়েত হোসেনের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রশিক্ষক মো: সালাহ উদ্দিন ও ওমর ফারুক। ৫দিন ব্যাপী এ প্রশিক্ষণে জেলার ৫৫ জন জন প্রশিক্ষণাথী অংশগ্রহন করেন। গত ২২ সেপ্টেম্বর এ প্রশিক্ষণ কর্মসূচী শুরু হয়েছিলো।