মেহেরপুর নিউজ ২৪ ডট কম(১৭ জুন) নিউজ ডেস্ক ঃ
মেহেরপুর শহরের শেখ পাড়ায় জমিতে গরু যাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে ২জন আহত হয়েছে। জানাগেছে,আজ বৃহস্পতিবার শেখ পাড়ার আহসান মীর এর জমিতে প্রতিবেশী রাফসান এর গরু প্রবেশ করে। এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বেধে গেলে রাফসান (২২) এবং সাগর (২৪) আহত হয়। আহতদের মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।