মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৪ আগস্ট:
মেহেরপুর সদর উপজেলার আমঝুপি উত্তর পাড়ার চাষী মফিজুল ইসলাম কৃষি অফিসের সহযোগীতায় উৎপাদন শুরু করেছে নতুন জাতের সবজি লতিরাজ কচু। দেশী কচু’র বিকল্প হিসেবে লতিরাজ কচু ইতিমধ্যে সবজিভোজীদের মন কেড়ে নিতে সক্ষম হয়েছে।
মফিজুল ইসলাম মেহেরপুর নিউজকে বলেন,এ বছর পরীক্ষামূলকভাবে লতিরাজ কচু’র চাষ করেছি। ইতিমধ্যে ৩ কাঠা জমিতে ১০ হাজার টাকা কচু বিক্রি করে ফেলেছি। আরও বিক্রির অপেক্ষায় রয়েছি। আগামীতে এক বিঘা জমিতে এই কচুর চাষ করবো।
উপজেলা কৃষি অফিস জানিয়েছে,বিঘা প্রতি লতিরাজ কচু চাষে চাষীর খরচ হবে ১৫-২০ হাজার টাকা। উৎপাদিত সবজি বিক্রি হবে ৬০-৬৫ হাজার টাকায়।
মেহেরপুর জেলা উপসহকারি কৃষি কর্মকর্তা আশরাফুল ইসলাম মেহেরপুর নিউজকে বলেন,এই কচু দেশের বিভিন্ন স্থানে হয়ে থাকলেও মেহেরপুর জেলায় বাণিজ্যিকভাবে এই প্রথম। লতিরাজ কচুর উৎপাদন বেশি কিন্তু উৎপাদন খরচ অন্যান্য সবজির চেয়ে অনেক কম। যার কারণে চাষীরা লাভবান হয়।
এদিকে আজ রোববার দুপুরে মেহেরপুর জেলা কুষিকর্মকর্তা ইফতেখার হোসেনের নেতৃত্বে কৃষি বিভাগের একটি টিম মফিজুল ইসলামের প্রদর্শণী প্লট পরিদর্শনে করেন। পরিদর্শন টিমে আরোও উপস্থিত ছিলেন,উপজেলা কৃষিকর্মকর্তা এম এ হালিম এবং উপ-সহকারি কৃষিকর্মকর্তা আশরাফুল ইসলাম