মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৯ জুন:
মেহেরপুরের গাংনী উপজেলা শহর ও বামুন্দি বাজারের ২৭টি জুয়েলারী দোকানে এসিড ব্যবহার লাইসেন্স এবং বামুন্দি বাজারের ৪টি হার্ডওয়ার দোকানে অত্যাবশ্যকীয় পণ্য দ্রব্য বিক্রি লাইসেন্স না থাকায় ১৫ হাজার ৫’শ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমান আদালত।
আজ বুধবার দুপুরে গাংনী উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সালাম এ ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন।
গাংনী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুস সালাম জানিয়েছেন, এসিড নিয়ন্ত্রণ আইনের ৩৯ ধারায় ২৭টি জুয়েলার্স থেকে ৫শ টাকা করে এবং অত্যাবশ্যকীয় পণ্য দ্রব্য বিক্রি আইন ১৯৫৬ অনুযায়ী ৪টি হার্ডওয়ার দোকান থেকে ৫ হাজার টাকা করে জরিমানা আদায় করা হয়।