মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১২ জুন:
মেহেরপুর জেলা ট্রাক মালিক গ্রুপের দ্বি বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৮ জুন। এবারের নির্বাচনে ২১ পদের বিপরীতে লড়ছেন ২৭ জন প্রার্থী । গ্রুপের ১৬৭ জন সদস্য ২৯৫টি ভোট প্রয়োগ করবেন এ নির্বাচনে। আজ ১২ জুন বুধবার ছিলো মনোয়ন পত্র জমাদান ও বাছাইয়ের শেষ দিন। বাছাই শেষে ২৭ জন বৈধ প্রাথীর নাম ঘোষনা করেছে নির্বাচন বোর্ড।
মেহেরপুর জেলা ট্রাক মালিক গ্রুপের নিবার্চন বোর্ডের সদস্য মাহবুবুল হক মন্টু মেহেরপুর নিউজকে বলেন,২৯টি মনোনয়ন পত্র বিক্রি হয়। এর মধ্যে জমা পড়ে ২৭ টি। বাছাই শেষে ২৭টি মনোনয়ন পত্র বৈধ হিসাবে ঘোষনা করা হয়। আগামী ১৮ জুন প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হবে। তিনি আরো বলেন,নির্বাচন সুষ্ঠ ভাবে পরিচালনা করা লক্ষ্য সকল ধরনের প্রস্তুতির কাজ চলছে।
২টি প্যানেলে বিভক্ত হয়ে এবারের নির্বাচনে প্রতিদ্বন্দিতা করেছেন প্রার্থীরা। এর একটি হলো গোলাম রসুল- রানা প্যানেল এবং অপরটি হলো মিন্টু-এসকেন্দার প্যানেল । ২৭ প্রার্থীর মধ্যে পূর্ন প্যানেলে প্রার্থী দিয়েছে গোলাম রসুল-রানা প্যানেল এবং বাকী ৬টি দিযেছেন মিন্টু-এসকেন্দার প্যানেল। নির্বাচনে প্রতিদ্বন্দি প্রার্থীরা হলেন, গোলাম রসুল-রানা প্যানেলে সভাপতি পদে আলহাজ্ব গোলাম রসুল, সাধারন সম্পাদক পদে মিজানুর রহমান রানা, সহ-সভাপতি পদে আশাবুল হক ও হাফিজুর রহমান, সহ-সাধারন সম্পাদক পদে ছানোয়ার উদ্দিন আহমেদ শহীদ ও মোস্তাক আহমেদ বাবু, সাংগাঠনিক সম্পাদক পদে সোহরাব হোসেন, সড়ক সম্পাদক পদে আনোয়ার হোসেন খোকন, প্রচার সম্পাদক পদে আব্দুর রশিদ, কোষাধ্যক্ষ পদে ফারুক হোসেন এবং সদস্য পদে আমিনুর রহমান, আমানুল্লাহ , মহাব্বত হোসেন, তৌফিকুল বারি বকুল, নুরুজ্জামান, আবুল কালাম, এনামুল হক ঠান্ডু, হাজী ফরমান আলী, সাইদুর রহমান বিশ্বাস, হাবিবুর রহমান ও সুমন বিশ্বাস।
এছাড়া মিন্টু-এসকেন্দার প্যানেলে সভাপতি পদে শরিফুল ইসলাম মিন্টু, সাধারন সম্পাদক পদে এসকেন্দার আলী, সহ-সাধারন সম্পাদক পদে নাসির উদ্দিন, সাংগাঠনিক সম্পাদক পদে এস পি বাপ্পি, কোষাধ্যক্ষ পদে সেলিম রেজা জুয়েল এবং সদস্য পদে ইয়াসির আরাফাত।
উল্লেখ্য, গত ১২ মে ৩ সদস্য বিশিষ্ট নিবাচন বোর্ডের চেয়ারম্যান আবদুল্লাহ আল আমিন ধুমকেতু দ্বি-বার্ষিক নির্বাচনের তফশিল ঘোষনা করেন। এসময় তার সাথে ছিলেন অপর ২ সদস্য আব্দুস সালাম এবং মাহবুবুল হক মন্টু।