মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০১ জুন:
বস্তু নিষ্ঠ সংবাদ পরিবেশনের আহবান জানিয়েছেন মেহেরপুরের গাংনী পৌরমেয়র আহম্মেদ আলী। ঢাকা থেকে প্রকাশিত দৈনিক প্রথম আলো পত্রিকায় পৌর মেয়র আহম্মেদ আলীর বির“দ্ধে একটি প্রতিবেদ প্রকাশিত হবার পর আজ শনিবার দুপুরে তিনি নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে এ আহবান জানান।
লিখিত বক্তব্যে পৌর মেয়র আহম্মেদ আলী জানান, ২০১১-১২ অর্থ বছরে প্রতিটি প্রকল্পের অর্থ বিধি মোতাবেক এবং পরিমাপ বহি অনুযায়ী চলতি ও চুড়ান্ত বিল পরিশোধ করা হয়েছে।
তিনি আরো বলেন,প্রতিটি প্রকল্পের বিপরীতে আয়কর, ভ্যাট ও জামানতের টাকা বিধি মোতাবেক কর্তন পূর্বক সরকারী কোষাগারে জমা করা হয়েছে। আয়কর, ভ্যাট ও জামানতের টাকা না কেটে ঠিকাদারদের বিল প্রদান করার কথাটি পত্রিকায় লেখা হয়েছে তা সঠিক নয়।
তিনি আরো উলেখ করেছেন, ২০১১- ১২ অর্থ বছরে মোট আয় ১কোটি ৬২ লাখ ৪৭হাজার ৭৯৩ টাকা । তার বিপরীতে এডিপির ৫৯ স্কীমেই ব্যয় হয়েছে ২কোটি ২২লাখ ৭০ হাজার ৩৯২ টাকা এবং ১৬ প্রকল্পে আরো ২০ লাখ ৮ হাজার ৯১ টাকা ব্যয় করার কথা পত্রিকাটিতে উল্লেখ করা হয়েছে যা অসত্য ও হাস্যকর।
সব শেষে তিনি পৌরসভার কোন কাজে অসঙ্গতি থাকলে তা তুলে ধরার জন্য সবাইকে আহবান জানান।