আবু আক্তার,মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১০ ফেব্রুয়ারী:
মেহেরপুর বড়বাজারে পঁচা পাঙ্গাস মাছ বিক্রয়ের সময় পৌরসভার সেনেটারি ইন্সপেক্টর মনিরুল ইসলাম হাতে নাতে মাছের মালিক মজিদ ও হালদার মৎস্য আড়তের মালিক ভক্তহালদার কে আটক করে। আটকের কয়েক ঘন্টা পার উদ্ধার করা ৩ মন মাছ বিনিষ্ট করা সহ মুচলেকা দিয়ে পঁচা মাছ রাখার অপরাধে আটক মাছব্যবসায়ীদের মুক্তি দেওয়া হয়।
আজ রোববার সকাল ১১টার দিকে গাংনী উপজেলার ষোলটাকা গ্রামের মৎস্য ব্যাবসায়ী মজিদ ৩ মন পঁচা পাঙ্গাস মাছ বিক্রয়ের জন্য মেহেরপুর বড়বাজারে হালদার মৎস্য আড়তে নিয়ে আসে।
এসময় গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার মেয়র মোতাছিম বিল্লাহ মতু খবর পেয়ে সেনেটারি ইন্সেপেক্টর মনিরুল ইসলামকে ঘটনাস্থলে পাঠায়। মনিরুল ইসলাম পঁচা পাঙ্গাস মাছ বিক্রয়ের সময় আড়ৎদার ও মাছ মালিক কে আটক করে পৌর সভায় নিয়ে আসে। পরে মুচলেখা নিয়ে ছেড়ে দেয়। এবং আটককৃত মাছ বিনিষ্ট করা হয়।