মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৯ ডিসেম্বর:
মেহেরপুরের বিভিন্ন বাজার,বড় মার্কেট ও ফুটপথগুলোতে মধ্য পৌষের জাঁকিয়ে বসা শীতে জমে উঠেছে গরম কাপড়ের বিকিকিনি।
গরম কাপড়ের জন্য খ্যাতি কুড়োনো বামন্দী বাজার, মেহেরপুর বাজার,গাংনী বাজার ও আর মেহেরপুরের বড় বড় শপিং সেন্টার ছাড়াও মেহেরপুর শহরের পৌরসভার সামনের ফুটপাত,জেলা প্রশাসকের সামনে,গাংনী বাসস্ট্যান্ডে,বামুন্দী বাসস্ট্যান্ডে ও মুজিবনগরে বসা গরম কাপড় বিক্রেতাদের তাই দম ফেলবার ফুসরত নেই।
বিক্রেতার হাঁকডাক, উপচেপড়া ক্রেতার ভিড়, স্তুপ ঘেঁটে কাপড় বাছাই, ক্রেতাদের দরকষাকষি মিলিয়ে সোয়েটার, জ্যাকেটের ক্ষুদ্র ব্যাবসায়ীদেরও অবস্থা এখন রমরমা। জোরছে বিকোচ্ছে কম্বলও। আরো ওম প্রত্যাশীরা মাথায় পেঁচাচ্ছেন মাফলার, শরীরে জড়াচ্ছেন চাদর।
হাড়কাঁপানো শৈত্যপ্রবাহের পাশাপাশি দুপুর পর্যন্ত ঘন কুয়াশা আর মৃদু বাতাসে আয়েসে ভাসতে থাকা মেঘের আড়ালে সুর্যটা লুকিয়ে থাকায় শনিবার আরো যেন বেড়েছে গরম কাপড়ের বাণিজ্য। আর অতিরিক্ত ক্রেতা সমাগমের সুযোগে বেশি বেশি দর হাঁকছেন বিক্রেতারা। কিন্তু শীত ঠেকানোটাই মুখ্য হওয়ায় অতিরিক্ত দামের ব্যাপারটা যেন মেনেই নিয়েছেন ক্রেতারা। গরম কাপড় গায়ে জড়ালেই শান্তি যেন। গাংনী বাজারের গরম কাপড় বিক্রেতা মজনু ফকির মেহেরপুর নিউজ কে বলেন জানালেন,প্রতিটি হকার দিনে গড়ে ৭/৮ হাজার থেকে শুরু করে ১০ হাজার টাকার শীতের পোশাক বিক্রি করছেন। এখানে পুর“ষের প্রতিটি চায়না জ্যাকেট ৭শ’ টাকা থেকে এক হাজার টাকায় বিক্রি হচ্ছে। মেয়েদের চায়না কাটিং জ্যাকেট বিক্রি হচ্ছে সাড়ে তিন থেকে ছয়শ’ টাকায়। ফুলহাতা গেঞ্জি, শিশুদের গরম কাপড়ও পাওয়া যাবে ৫০ থেকে ৩শ’ টাকার মধ্যে। চাদর পাওয়া যাবে সাড়ে তিনশ’ থেকে পাঁচশ’ টাকায়।
প্রতিদিনের কেনা-বেচা প্রসঙ্গে বিক্রেতা গাংনী বাজরের সেলিম বলেন, ‘‘আমরা প্রতিদিন ৬ থেকে ৮ হাজার টাকার মালামাল বিক্রি করি।”তিনি আরো বলেন, ‘‘ শীত পড়ার সাথে সাথে বেচা-কেনা বাড়ছে। আজ অর্ধেক বেলা না গড়াতেই ৬ হাজার টাকার মালামাল বিক্রি করেছি।” শুধু গরম পোশাক নয়, সঙ্গে বেড়েছে ক¤^লের চাহিদাও। শীতাথদের্র চাহিদা মোতাবেক এখন ফুটপাথেও ভাল শাল,চাদরও ক¤^ল বিক্রি হচ্ছে।
মেহেরপুর পৌরসভার সামনে ও গাংনী বাজরের চায়না, কোরিয়ান ও স্পেনের কম্বল আড়াই হাজার থেকে শুর“ করে পাঁচ হাজার টাকায় বিক্রি হচ্ছে। কম্বল বিক্রেতা আব্দুর রহিম,আমিরুল ফকির মেহেরপুর নিউজ কে বলেন, ‘‘আমরা এখন প্রতিদিন ১৫ থেকে ২০ টা কম্বল বিক্রি করি। শীত বাড়ার সাথে সাথে কম্বল বিকিকিনি বাড়ছে বলে জানালেন কম্বল বিক্রেতা সাধু মন্ডল। সুযোগ বুঝে গরম কাপড় বিক্রেতাদের অতিরিক্ত দাম হাকানোতে নিম্মবিত্ত ও মধ্যবিত্ত অনেক ক্রেতা বিক্রেতাদের প্রতি অসন্তোষও প্রকাশ করছেন।
সদর উপজেলার রাইপুর গ্রামের দিন মজুর আসাদুজ্জামান তার ছেলে রাব্বীকে নিয়ে শীতের গরম পোশাক কিনতে এসেছিলেন। তিনি মেহেরপুর নিউজ কে বলেন জানান,ছেলের জন্য ছেলের জন্য একটা জ্যাকেট কিনতে গিয়ে আমার সব টাকা শেষ হয়ে গিয়েছে। ছোট মেয়ের জন্য কিনতে পারিনী। অতিরিক্ত দাম নেওয়ায় বিক্রেতাদের প্রতি অসন্তোষ প্রকাশ করেন তিনি। এমনই একজন ক্রেতা রবিউল ইসলাম বলেন, ‘‘এখন শীতের কাপড়ের দাম একটু বেশি।”গরম কাপড়ের বাজার এখন বড়লোকদের দখলে। ক’দিন আগে দেখে যাওয়া একটি জ্যাকেটের দাম ৪শ’ টাকা থেকে বেড়ে এখন ৭শ’ টাকা হয়েছে।
তবে গরম কাপড় বিক্রেতা বাকী মেহেরপুর নিউজ কে জানান, একটি বেল কিনতে হচ্ছে ২৫ থেকে ৩০ হাজার টাকা দিয়ে। ভাগ্যের উপর নির্ভর করে লাভের আশা। বেশি দাম দিয়ে বেল কিনতে হচ্চে,তাই দাম বাড়ছে।