মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১২ নভেম্বর:
মেহেরপুর সদর উপজেলার আমঝুপি মাঠে নতুন রোপা আমন চিরাং জাতের ধানের উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক মোল্লা। সভাপতিত্ব করেন,জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক শেখ ইখতেখার হোসেন। বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা এস,এম হালিম।
মেহেরপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা এস,এম হালিম, এই জাতের ধান খরা সহিষ্ণু, ৯০ দিনে বিঘাপ্রতি ১৮-২০ মন ফলন নিয়ে ঘরে তোলা যায়, অল্প খরচ এবং এই ধান চাষ করলে একই জমিতে তিনবার ফসল করা যায়।
উল্লেখ্য,মেহেরপুর জেলায় এবার এই জাতের ধান প্রথম ২৫ একর প্রদর্শনী পটে আবাদ করা হয়েছে। চাষীরাও মনে করে এই জাতের ধানের আবাদ করে লাভবান হবে।