আবু আক্তার,মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৪ নভেম্বর:
কয়েকবছরের বছরের মধ্যে এমন বর্ষনের দেখা মেলেনি মেহেরপুরে। গত রাত থেকে আকাশ ভেংগে যেনো বৃষ্টি শুরু হয়েছে। জনজীবন বিপর্যস্ত সহ প্রবল বর্ষনের কারনে মেহেরপুর জেলায় শীতকালীন সবজি সহ উঠতি ফসলের বেশ ক্ষতি হয়েছে। শনিবার মধ্যে রাত থেকে শুরু হওয়া বৃষ্টি এখনো হচ্ছে মাঝে মাঝে বিরতি দিয়ে ।
সরোজমিনে মাঠে গিয়ে দেখা যায়, নীচু এলাকার বেশীরভাগ ফসল পানির নীচে তলিয়ে গেছে। এখন চলছে রোপা আমন কাটার মৌসুম। অনেক চাষী ধান কেটে জমিতে রেখে দিলে তা পানিতে তলিয়ে গেছে। আবার অনেক চাষীর ধানগাছ পানিতে ডুবে গেছে। শীতকালীন সবজি কপি,পুঁইশাক,লাল শাক, রাই, সরিষা সহ বিভিন্ন সবজির জমিতে পানি জমে যাওয়ায় অনেক সবজি মরে যাবে বলে চাষীরা জানিয়েছে। ফলে ব্যাপক ক্ষতির আশংকা করছে চাষীরা। অসময়ের এই বৃষ্টিতে চাষীদের বিপর্যয়ের মধ্যে ফেলেছে।
চাষীরা মেহেরপুর নিউজ কে জানান, বৃষ্টি থেমে গেলে রোদ উঠলে ফুলকপির অনেক গাছ মরে যাবে কারণ কপির জমিতে পানি জমে আছে। যার ফলে জেলার অনেক কপি চাষী ক্ষতি গ্রস্ত হবে।