মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৯ জুন:
মেহেরপুর সদর উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্যোগে চাষী পর্যায়ে উন্নতমানের ধান, গম ও পাট বীজ উৎপাদন, সংরক্ষন ও বিতরন প্রকল্পের আওতায় রোপা আমন ধানের উপর প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় সদর উপজেলা কৃষি কর্মকর্তা এস,এম, নূর উদ্দীন আবু আল-হালিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক শেখ ইফতেখার উদ্দীন।
প্রশিক্ষন দেন জেলা শষ্য উৎপাদন বিশেষজ্ঞ আমিনুল হক। প্রশিক্ষন কর্মশালায় ৮০ জন কৃষক-কৃষাণী অংশ গ্রহণ করে।