মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১২ জুন:
মেহেরপুরের গাংনী উপজেলার ষোলটাকা গ্রামে মায়ের ওপর অভিমান করে ৫ম শ্রেণীর ছাত্রী নাজমা (১২) বিষ পান করে আত্মহত্যার চেষ্টা চালায়।
বর্তমানে সে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি আছে। হাসপাতালের দায়িত্বরত ডাক্তার জানান,নাজমার অবস্থা আশংকা জনক।
পারিবারিক সৃত্রে জানাগেছে,সোমবার সন্দ্ধ্যার সময় ষোলটাকা গ্রামের আব্দুল মান্নানের শিশু কন্য ষোলটাকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী নাজমা কে তার মা পড়াশনার করার জন্য বকা দেয়।
এতে অভিমান করে নাজমা বাড়ির পাসের দোকান থেকে ইদুর মারা বিষ কিনে এনে তাদের বসত ঘরের ভিতরে গিয়ে ঘরের দরজা লাগিয়ে বিষ পান করে। পরিবারের লোকজন টের পেয়ে তাকে দ্রুত উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে তার বিষ উত্তোলন করে ।