মেহেরপুর নিউজ:
মেহেরপুরের মুজিবনগর উপজেলার আনন্দবাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র ফারদিন হোসেন খুলনা বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে জাতীয় শিক্ষা পদক ২০২৫ এ একক অভিনয়ে দ্বিতীয় স্থান অর্জন করার গৌরব অর্জন করেছে।
মঙ্গলবার খুলনা মহানগর নুর নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত হয়। এতে আনন্দবাস সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র মোঃ ফারদিন হোসেন “জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৫”- এ খুলনা বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা একক অভিনয়ে দ্বিতীয় স্থান লাভ করে।
ফারদিন হোসেন আনন্দবাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফারুক হোসেনের পুত্র। এর আগে ফারদিন হোসেন উপস্থিত বক্তৃতা এবং একক অভিনয়ে মেহেরপুর জেলা চ্যাম্পিয়ন হয়ে খুলনা বিভাগে অংশগ্রহণ করে। ফারদিন গতবছর কাবিং প্রতিযোগিতায় খুলনা বিভাগীয় পর্যায়ে তৃতীয় হয়েছিল।
আনন্দবাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র ফারদিন হোসেন খুলনা বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে জাতীয় শিক্ষা পদক ২০২৫ এ একক অভিনয়ে দ্বিতীয় স্থান অর্জন করায় জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিন তাকে অভিনন্দন জানিয়েছেন।