মেহেরপুর নিউজ:
মেহেরপুর সরকারি মহিলা কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুফরের দিকে মেহেরপুর সরকারি মহিলা কলেজ মিলনায়তনে এ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
মেহেরপুর সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফসর মুহা,আবদুল্লাহ আল-আমিনের সভাপতিত্বে প্রভাষক হুমায়ন আহমেদ এর সঞ্চালনায় অভিভাবক সমাবেশে বক্তব্য রাখেন মেহেরপুর সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক কাজী আশরাফুল হক,সাদিয়া ইসলাম, প্রভাষক রুপালি আখতার,মোঃ খায়রুল ইসলাম, অভিভাবক কাবুল আলী, ফরহাদুর রেজা,কারিমা খাতুন,শাহানাজ আখতার, রবিউল ইসলাম,আব্দুল মাবুদ নান্নু, রিমি আখতার, তৌহিদ মুর্শেদ অতুল, সুধারানী রায়,সাহাজুল ইসলাম।
অভিভাবক সমাবেশে কমিউনিটি পর্যায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ শিক্ষার মানোন্নয়ন, কলেজ পরিচালনার অভিভাবকদের মতামত গ্রহণ করা হয়।