মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা রাজাপুর-বারাকপুর মাঠে কলা সহ বিভিন্ন ফসল চুরির হিড়িক পড়ে গেছে। গত এক সপ্তাহে রাজাপুর-বারাকপুর হাজারি মাঠে এ সমস্ত কলা ও অন্যান্য ফসল চুরির ঘটনা ঘটে।
বারাকপুর গ্রামের বাসিন্দা বলিয়ারপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম এবং একই এলাকার কৃষক ইমরান হোসেন জানান, প্রায় প্রতিদিন রাতে তাদের কলার বাগান থেকে কলারকান্দি চুরি হয়ে যাচ্ছে।
কৃষকরা জানান, এলাকায় বেশ কিছু মাদক সেবী কলাবাগানে বসে মাদক সেবনের পর কললা চুরি করে বলে তাদের ধারণা। বিভিন্ন সময় চাষীরা পাহারার ব্যবস্থা করলেও চুরির রোধ করতে পারছে না বলে তারা জানেন।