মেহেরপুর নিউজ:
মেহেরপুরে জলবায়ু সংকট মোকাবেলা, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং ন্যায়সঙ্গত জ্বালানি রূপান্তরের গুরুত্ব সম্পর্কে গণসচেতনতা বৃদ্ধিতে সচেতনতামূলক র্যালীর বের হয়।
মেহেরপুর সদর উপজেলার আমঝুপি সুবাহ সামাজিক উন্নয়ন সংস্থার উদ্যোগে একশন এইড বাংলাদেশ, জাস্ট এনার্জি ট্রানজিকশন নেটওয়ার্ক বাংলাদেশের সহযোগিতায় জলবায়ু সংকট মোকাবেলা নবায়নযোগ্য জ্বালানি রূপান্তরের গুরুত্ব সম্পর্কে আগামী ২৩-২৪ এপ্রিল ঢাকায় অনুষ্ঠেয় রিনিউয়েবলল এনার্জি ফেস্ট ২০২৫ এর বার্তা সর্বস্তরের জনগণের মধ্যে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এ র্যালীর আয়োজন করা হয়।
সোমবার সকালে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে এ র্যালীর বের করা হয়। মেহেরপুর জেলা ক্যাব সভাপতি রফিকুল আলমের নেতৃত্বে র্যালীর মেহেরপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদর্শন শেষে মেহেরপুর পাবলিক লাইব্রেরী চত্বরে গিয়ে শেষ হয়।
র্যালীতে অন্যদের মধ্যে ট্রাফিক ইন্সপেক্টর ইসমাইল হোসেন, ব্রাকের জেলা প্রতিনিধি মনিরুল ইসলাম, সুবাহ সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মইন-উল-আলম,সোসাইটি হিউম্যান রাইটসের নির্বাহী পরিচালক আবু আবিদ,পল্লী জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক গোলাম কিবরিয়া, অপরাজিতার নির্বাহী পরিচালক রেহেনা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।