সাহাজুল সাজু :
মেহেরপুরের গাংনী উপজেলার রাইপুর ইউনিয়ন বিএনপির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রবিবার ইউনিয়নের কেএবি মাধ্যমিক বিদ্যালয়ে সদস্যদের ভােটের মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে সভাপতি পদে হাড়িয়াদহ গ্রামের বাসিন্দা রবিউল ইসলাম ২০২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কড়ুইগাছি গ্রামের হাফিজুর রহমান ১৩১ ও গােপালনগর গ্রামের হাসিবুল ইসলাম ৯৮ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। এছাড়াও নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জাব্বার আলী ২২২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আশাবুল ইসলাম ২০৯ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।