মেহেরপুর নিউজ:
ঐতিহাসিক মুজিবনগর দিবস- ২০২৫ উপলক্ষে ১৯৭১ সালের ১৭ এপ্রিল বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপ্রধান কে গার্ড অব অনার প্রদানকারী ১২ জন অকুতোভয় বীর মুক্তিযোদ্ধা এবং একজন খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা (বীর প্রতীক) আনসার সদস্য ও তাদের পরিবারকে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের পক্ষ থেকে সম্মানী প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরের দিকে অস্থায়ী রাষ্ট্রপ্রধানকে গার্ড অব অনার প্রদানকারী ১২ জন অকুতোভয় বীর মুক্তিযোদ্ধা এবং ১জন খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা (বীর প্রতীক) আনসার সদস্য ও তাদের পরিবারের মাঝে সম্মানী প্রদান করা হয়। জেলা কমান্ড্যান্ট কামরুজামান উপস্থিত থেকে প্রত্যেককে ২৫ হাজার টাকা করে সম্মানী প্রদান করেন । মুজিবনগর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) সাইদুর রহমান এসময় সেখানে উপস্থিত ছিলেন।