মেহেরপুর নিউজ:
১৯৭১ সালের ১৭ এপ্রিল স্বাধীন বাংলাদেশের প্রথম সরকারের শপথগ্রহণ। এদিন জীবনের ঝুঁকি নিয়ে ১২ জন আনসার সদস্য বাংলাদেশের প্রথম সরকারকে গার্ড অব অনার প্রদান করেছিলেন। তাদের মধ্যে জীবিত আছেন মাত্র আর ২ জন । প্রবাসী সরকারের শপথ অনুষ্ঠানে গার্ড অব অনার প্রদানকারি জীবিত দুই আনসার সদস্য সিরাজুল ইসলাম ও আজিম উদ্দিন শেখকে সম্মাননা স্মারক প্রদান মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারিক ই আজম বীর প্রতীক।
এ সময় মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইসরাত জাহান, খুলনা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ হোসাইন শওকত, মেহেরপুরের জেলা প্রশাসক সিফাত মেহনাজ, পুলিশ সুপার মাকসুদা আক্তার খানম, জেলা কমান্ড্যান্ট আনসার ভিডিপি কামরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
আনসার সদস্য আজিম উদ্দিন স্মৃতি চারণ করতে গিয়ে বলেন, সেদিন মা, মাটি আর মানুষের মুক্তির কথা ভেবে স্বাধীনতার অকুতোভয় সূর্য সৈনিক ১২ জন আনসার জীবনের মায়া ত্যাগ করে মন্ত্রী পরিষদকে গার্ড অব অনার প্রদানে রাজি হয়েছিলেন।
তৎকালীন মেহেরপুরের পুলিশ অফিসার মাহবুবুর রহমানের (এসপি মাহবুব) নেতৃত্বে পিসি ইয়াদ আলী, আনসার সদস্য আজিমুদ্দিন শেখ, সিরাজুল ইসলাম, অস্থির মল্লিক, হামিদুল ইসলাম, সাহেব আলী, লিয়াকত আলী, নজরুল ইসলাম, ফকির মোহাম্মদ, মহিউদ্দিন, কেসমত আলী ও মফিজ উদ্দিন অস্থায়ী সরকারের মন্ত্রী পরিষদের সদস্যদের গার্ড অব অনার প্রদান করেন।
তিনি আরও বলেন, ১৯৭১ সালের ২৬ মার্চ মুজিবনগরের ভবরপাড়ার ইপিআর ক্যাম্পের সদস্যরা পাকিস্তানি সেনাদের প্রতিরোধ করতে কুষ্টিয়া চলে যান। সে সময় ঐ ক্যাম্পের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পান স্থানীয় ১২ আনসার সদস্য। ভারত থেকে যে সব খাদ্য সামগ্রী ও অস্ত্র—গোলাবারুদ, জ্বালানি তেল এদেশে আসতো সেগুলো সংগ্রাম কমিটির সদস্যরা একত্র করে মেহেরপুরের তৎকালীন এসডিও তৌফিক এলাহীর হাতে তুলে দিতেন আনসার সদস্যরা। পরে এ সব সামগ্রী দেশের বিভিন্ন স্থানে মুক্তিযোদ্ধাদের কাছে সরবরাহ করা হতো।
১৬ এপ্রিল সকালে তৌফিক এলাহি ১২ আনসার সদস্যকে ডেকে বলেন, বৈদ্যনাথ তলার আম্র কাননে কিছু মেহমান আসবেন। আপনার আয়োজন সম্পন্ন করেন। সেই কথা মতে গ্রামবাসীদের সহায়তায় বর্তমান মুজিবনগর স্মৃতিসৌধের স্থানে পরিষ্কার—পরিচ্ছন্ন করে কয়েকটি চৌকি এনে একটি মঞ্চ তৈরি করা হয়। পরে এদিন রাতেই ভারতীয় ফোর্স এসে সেখানে অবস্থান নেয়। পরদিন সকালে ভারতের সীমানা পেরিয়ে বৈদ্যনাথ তলায় আসেন জাতীয় চার নেতা। সঙ্গে আসেন দেশি—বিদেশি সাংবাদিক। সেখানে জাতীয় চার নেতা শপথ নেন এবং ১২ জন আনসার সদস্যে তাদের গার্ড অব অনার প্রদান করেন। এরপর গার্ড পরিদর্শন করে তারা চলে যান।
জীবনের মায়া ত্যাগ করে এবং বুক ভরা আশা নিয়ে গার্ড অব অনার ও দেশ মাতৃকার মুক্তির সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন তারা। এদের মধ্যে আটজন নিরাশায় প্রস্থান করেছেন পরপারে।