মেহেরপুর নিউজ:
মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর ইউনিয়ন জামায়েত ইসলামির পথসভা ও অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাতে মুজিবনগর উপজেলার খানপুর গ্রামে এ পথসভা অনুষ্ঠিত হয়।
দারিয়াপুর ইউনিয়ন জামায়েত ইসলামির আমীর আব্দুল হালিমের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা জামায়েত ইসলামীর আমির মাওলানা তাজ উদ্দিন খান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা জামায়েত ইসলামির আমির খান জাহান আলী।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জামায়েত নেতা ফিরাতুল ইসলাম, মুস্তাফিজুর রহমান প্রমূখ। এদিকে এর আগে বিকালের দিকে মেহেরপুর জেলা জামায়েত ইসলামির আমির মাওলানা তাজ উদ্দিন খান দারাপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণ সংযোগ করেন। গণসংযোগ কালে তিনি সকল শ্রেণী পেশার মানুষের সাথে কুশল বিনিময় করেন। স্থানীয় জামায়েত ইসলামির নেতৃবৃন্দ জেলা আমিরের সাথে ছিলেন।