মেহেরপুর নিউজ:
মেহেরপুর শহরের বড় বাজারের কালাম মার্কেটে অবস্থিত দ্য কেক স্ট্যান্ড- মেহেরপুর এর সত্ত্বাধিকারী মো: রাকিবুল ইসলাম ও ম্যানেজার মো: সজীব হোসেনের বিরুদ্ধে অস্বাস্থ্যকর পরিবেশে মেয়াদোত্তীর্ণ, মানহীন ও ভেজাল উপকরণ দিয়ে খাদ্য তৈরির অপরাধে মেহেরপুর বিশুদ্ধ খাদ্য আদালতে মামলা দায়ের করা হয়েছে।
নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর ৫৮ ধারা ও তপসিল বর্ণিত ৩ নং ক্রমিকে উল্লেখিত ২৯,৩২(গ) ও ৩৩ ধারায় মামলা দায়ের দায়ের করা হয়।জেলা নিরাপদ খাদ্য অফিসার মো: রিয়াজ মাহমুদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
গত ১৩ মে জেলা নিরাপদ খাদ্য অফিসার মো: রিয়াজ মাহমুদ এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ দ্য কেক স্ট্যান্ডে অভিযান চালিয়ে মানহীন কেক বিক্রির খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে রান্নাঘরের পরিবেশ অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর। ফ্রিজে খোলা অবস্থায় খাবার সংরক্ষণ করা হয়। রান্না ঘরে উৎপাদন তারিখ বিহীন ২৩ পিস কেক, ১ বছর আগে মেয়াদ শেষ হওয়া ৬ পিস রং, ২ প্যাকেট চকোলেট কম্পোনেন্ট ও অসংখ্য মেয়াদ বিহীন কেক তৈরির অন্যান্য উপাদান পাওয়া যায়।
নিরাপদ খাদ্য আইন ২০১৩ অনুসারে, উক্ত খাদ্য সামগ্রী জব্দ করা হয়। অভিযানে সহযোগিতা করেন সদর উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক ও স্যানিটারী ইন্সপেক্টর মো: তারিকুল ইসলাম ও নমুনা সংগ্রহ সহকারী মো: সোহেল রানা।