মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার বাড়াদি বীজ উৎপাদন খামার বিএডিসি’র মাঠে ৩ টি ট্রান্সফরমার চুরি করে নিয়ে গেছে সংঘবদ্ধ চোরের দল।
মঙ্গলবার দিবাগত রাতের কোন এক সময় ট্রান্সফরমার ৩টি চুরি করে নিয়ে গেছে সংঘবদ্ধ চোরের দল।। জানাগেছে সঙ্ঘবদ্ধ চোরের দল মেহেরপুর সদর উপজেলার বারাদী খামারের ‘বি’ ব্লকের মাঠে ৩ টি ট্রান্সফরমার চুরি করে নিয়ে যায়।
বাড়াদী খামার কর্তৃপক্ষ জানান, খামারের ‘বি’ ব্লকের ট্রান্সফরমার চুরি হওয়ায় খামার এলাকার প্রায় ৭০ একর ধানী জমিতে সেচ কাজে বাধাগ্রস্ত হবে। আমরা আমাদের মতো সচেতনতা বাড়াচ্ছি। আমরাও টহল দিই। কিন্তু সেটা তো সব সময় সম্ভব হয়ে উঠে না।’পুলিশ বলছে, জড়িতদের আইনের আওতায় আনতে চেষ্টা চলছে।