মেহেরপুর নিউজ:
বাংলা নববর্ষের প্রথম দিনকে সাদরে বরণ করে নেওয়ার জন্য ও বাঙালি জাতির প্রাণের এই উৎসবকে মেহেরপুরবাসীর কাছে পৌঁছে দেওয়ার জন্য ১৪৩২ বর্ষবরণ উপলক্ষে মেহেরপুরে ২ দিনব্যাপী বৈশাখী মেলার আয়োজন।
সোমবার সকালে মেহেরপুর শহীদ শামসুজ্জোহা নগর উদ্যানে ঐতিহ্যবাহী এই উৎসবকে সকলের মাঝে তুলে ধরার প্রয়াসে ২ দিনব্যাপী বর্ণিল বৈশাখী মেলার আয়োজন করেছে মেহেরপুর জেলা প্রশাসন। ২ দিনব্যাপী এ বৈশাখী মেলায় ৩০ টি স্টলে দেশীয় পণ্য খাবার সহ বিভিন্ন উপকরণ স্থান পেয়েছে। মেলার প্রথম দিনে স্টল গুলোতে ক্রেতা সাধারনের ভিড় লক্ষ্য করা গেছে।