মেহেরপুর নিউজ:
ইসরাইলি গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে মেহেরপুর জেলা ইসলামী আন্দোলন, ওলামা পরিষদ এবং ইমাম পরিষদের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও সমরেশ অনুষ্ঠিত হয়।
মেহেরপুর পৌর কমিউনিটির সামনে অনুষ্ঠিত সমাবেশের বক্তব্য রাখেন জেলা ইসলামী আন্দোলনের সভাপতি খাদিমুল ইসলাম, জেলা ওলামা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি হাফিজুর রহমান, যুগ্ম সম্পাদক মূফতি সাদিকুল ইসলাম, সহ-সভাপতি আবু বক্কর সিদ্দিক, খেলাফত মজলিসের সভাপতি শাহ আলম। এর আগে মেহেরপুর জেলা মডেল মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
জেলা ইসলামী আন্দোলনের সভাপতি খাদিমুল ইসলাম, জেলা ওলামা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি হাফিজুর রহমানের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌর কমিউনিটি হলের সামনে গিয়ে শেষ হয়।