মেহেরপুর নিউজ:
২০২৪ সালে তুলনায় ২০২৫ সালে অনুষ্ঠিত এসএসসি সমমানের পরীক্ষায় প্রায় ১ হাজার কম শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। ২০২৪ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় মেহেরপুর জেলা থেকে ৭ হাজার ৭৭২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল।
২০২৫ সালে অর্থাৎ আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় মেহেরপুর জেলা থেকে মোট ৬ হাজার ৯১৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে। যা গত বছরের তুলনায় ৮৫৮ জন কম।
মেহেরপুরের গাংনী উপজেলা এবং মুজিবনগর উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে গতবছরের প্রায় সমান পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করলেও মেহেরপুর সদর উপজেলার প্রতিটি বিদ্যালয়ে গতবছরের তুলনায় এ বছর অনেক কম শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে। যা ইতো পূর্বে কখনো ঘটেনি।
এ বিষয়ে জানতে চাইলে মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল লতিফ মেহেরপুর নিউজকে বলেন, অভিভাবকদের মধ্যে অসচেতনতা এবং বাল্যবিবাহের কারণে পরীক্ষার্থীর সংখ্যা কমে গেছে, যা আমার বিদ্যালয়েও গত বছরের তুলনায় পরীক্ষার্থী কম।