মেহেরপুর নিউজ:
মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া ইউনিয়নের বিএনপি’র ৭ নম্বর ওয়ার্ড করমদী কমিটি গঠন করা হয়েছে মঙ্গলবার (০৮ এপ্রিল)। তবে কমিটি গঠনের মাত্র একদিন পরেই সাধারণ সম্পাদক পদে নির্বাচিত আব্দুল হামিদ পদত্যাগ করেছেন।
নিজের পদত্যাগের বিষয়ে আব্দুল হামিদ জানান, দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের সময় বিএনপির পক্ষ থেকে কারাবরণ ও নির্যাতনের শিকার হওয়া যোগ্য প্রার্থী হাসান আলী থাকা সত্ত্বেও, কিছু ব্যক্তির প্রভাব ও ইন্ধনে আওয়ামী লীগের সময় বিএনপির বিরোধিতাকারী মোঃ মিমসার মাস্টারকে সভাপতি ঘোষণা করা হয়েছে। এটি অনৈতিক ও দলীয় মূল্যবোধ পরিপন্থী। তিনি আরও জানান, এ ঘটনার প্রতিবাদ জানিয়ে আজ বুধবার (০৯ এপ্রিল) সকালে মেহেরপুর জেলা বিএনপির আহ্বায়ক জাবেদ মাসুদ মিল্টনের অফিসে জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাওসার আলীর হাতে তার পদত্যাগপত্র জমা দেন।
অন্যদিকে নবনির্বাচিত সভাপতি মিমসার আলী মাস্টার বলেন, সাধারণ সম্পাদক পদত্যাগ করেছেন, এমন তথ্য আমার জানা নেই। বিষয়টি নিয়ে তেঁতুলবাড়িয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক আলহাজ উদ্দিন কালুর সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ না করে কেটে দেন।
এছাড়াও জেলা বিএনপির আহ্বায়ক জাবেদ মাসুদ মিল্টন ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাওসার আলীর ফোনে একাধিকবার কল করেও তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।