মেহেরপুর নিউজ:
গাজায় চলমান ইতিহাসের নৃশংসতম গণহত্যার প্রতিবাদে মেহেরপুর সরকারি কলেজ ছাত্রদলের অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর সরকারি কলেজে এই অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মেহেরপুর সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক ফাহিম আহনাফ লিংকন নেতৃত্বে মেহেরপুর সরকারি কলেজ থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে অবস্থান কর্মসূচি করেন তারা।
এই সময় সেখানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা ছাত্রদলের সহ-সভাপতি আলমগীর হোসেন চাঁদ,, যুগ্মসাধারণ সম্পাদক শেখ রাশিদুল ইসলাম রাজন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী সাঈদ, দপ্তর সম্পাদক লিজন আলী, মুজিবনগর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আজিজুর রহমান আফিরুল, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোল্লা নাজমুল ইসলাম, পৌর ছাত্রদলের আহ্বায়ক তৌফিক ইলাহী, সরকারি কলেজ ছাত্রদলের নেতা সুরুজ, নাইম, সরোয়ার হোসেন পাপ্পু, প্রমুখ