মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল বায়তুল উলুম মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে চাঁদবিল বায়তুল উলুম মডেল মাদ্রাসা প্রাঙ্গণে অভিভাবক সমাবেশ ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।চাঁদবিল বায়তুল উলুম মডেল মাদ্রাসার সভাপতি আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সরকারি কলেজর প্রভাষক মনিরুল ইসলাম, সিএম সি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালিদ রুমি,মাজেদ আলী,সালেহ উদ্দিন খোকন। স্বাগত বক্তব্য রাখেন শামীম হোসেন। অন্যদের মাঝে বক্তব্য রাখেন হাবিব উল্লাহ,চাঁদবিল বায়তুল উলুম মডেল মাদ্রাসার সাধারন সম্পাদকরাফিউল ইসলাম, কেষাধ্যাক্ষ আনাস উদ্দীন, ইমাম মুস্তাক আহমেদ,মনোয়ার হোসেন মাহাতাব