মেহেরপুর নিউজঃ
শ্যামলী পরিবহনের ধাক্কায় ছামিদুল ইসলাম নামের এক আলগামন চালক আহত হয়েছেন।
বৃহস্পতিবার সকালের দিকে মেহেরপুর জেলা মৎস্য ভবনের সামনে এ ঘটনা ঘটে। আহত ছামিদুল মেহেরপুর সদর উপজেলার বাড়াদির নুরুল ইসলামের ছেলে।
জানা গেছে ঘটনার সময় শ্যামলী পরিবহনের একটি গাড়ি জেলা মৎস ভবনের সামনে পরিষ্কার করে প্রধান সড়কে উঠছিল। এ সময় ছামিদুল তার আলগামন চালিয়ে মেহেরপুর শহর থেকে বাড়ি ফেরার পথে শ্যামলী পরিবারে গাড়ি তাকে ধাক্কা দিয়ে দ্রুত শহরের দিকে চলে আসে। এ সময় আলগামনটি উল্টে যায়। এ সময় ছামিদুল আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।