গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড চিৎলাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এবং সাবেক ইউপি সদস্য এবং মেহেরপুর জেলা বিএনপির সদস্য শফিউর রহমান টমার সার্বিক দিকনির্দেশনায় ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে বিশেষ ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
বুধবার রাতে এ উপহার বিতরণ করেন মেহেরপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সমাজসেবা সম্পাদক তরুণ সাংবাদিক মামুন অর রশিদ বিজন। ঈদ উপহার পেয়ে স্থানীয় ইমাম ও মুয়াজ্জিনরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এই মানবিক উদ্যোগের জন্য ধন্যবাদ জানান। এ সময় উপস্থিত নেতাকর্মীরা বলেন, ধর্মীয় নেতাদের সম্মান জানানো এবং ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যেই এই আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বিএনপির পক্ষ থেকে বিভিন্ন স্থানে সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ধানখোলায় এই কর্মসূচি বাস্তবায়ন করা হলো।