মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়ন বিএনপির উদ্যোগে চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় এবং জুলাই আগস্টে গণঅভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফেরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে মেহেরপুর সদর উপজেলার গোবিপুর স্কুল মাঠে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জজ কোর্টের পিপি ও বুড়িপোতা ইউনিয়ন বিএনপি’র সভাপতি সাইদুর রাজ্জাক টোটনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি মাসুদ অরুন।অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আনোয়ারুল হক কালু, মেহেরপুর জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ, বুড়িপোতা ইউনিয়ন বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বকুল, বুড়িপোতা ইউনিয়ন বিএনপি নেতা রফিকুল ইসলাম, জেলা ছাত্রদলের সভাপতি আকিব জাবেদ সেনজির প্রমুখ ও সেখানে বক্তব্য রাখেন। পরে সেখানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।