মেহেরপুর নিউজ:
বিদ্যুৎ বিভাগে গাফিলতির কারণে বিদ্যুৎপৃষ্ট হয়ে মোহন বাসফোড় নামের এক জন আহত হওয়ার প্রতিবাদে বিদ্যুৎ বিভাগে অফিসে গিয়ে প্রতিবাদ জানিয়েছেন এলাকাবাসী। মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর বিদ্যুৎ অফিসে গিয়ে প্রতিবাদ জানান।
প্রতিবাদকারীরা জানান, বেলা ১১ টার দিকে মেহেরপুর শহরেরৃ হালদার পাড়ায সকালের দিকে বেশ কয়েকটি বাড়িতে বিদ্যুতের শর্ট সার্কিট অনুভূত হয়। ওই সময় এলাকাবাসীর পক্ষ থেকে বিদ্যুৎ বিভাগকে অবগত করা হয়। দীর্ঘ সময় অতিক্রান্ত হওয়ার পরও বিদ্যুৎ বিভাগের লোকজন সেখানে যায়নি।
এদিকে দুপুরের দিকে হালদার পাড়ার পরদেশী বাসফোড়ের ছেলে মোহন বাসফোড় কাজ শেষে বাড়ি ফেরার পর বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে আহত হন। তাকে উদ্ধার করে মেহেরপুর -২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে কুষ্টিয়া রেফার করেন। এদিকে বিদ্যুৎ বিভাগের গাফিলতির কারণে বিদ্যুৎ পৃষ্ঠে আহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে হালদারপাড়া এলাকার লোকজন বিদ্যুৎ অফিসে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।