মেহেরপুর নিউজ:
২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে মেহেরপুরের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিনের নির্দেশনায় প্রাথমিক বিদ্যালয়গুলোতে স্মৃতিচারণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে মেহেরপুর শহীদ ক্যাপ্টেন আশরাফুল হাফিজ খান দৃষ্টিনন্দন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্মৃতিচার অনুষ্ঠিত হয়। ছাত্র ছাত্রীদের উপস্থিতিতে ১৯৭১ সালের ২৫ মার্চে যে গণ হত্যা সংগঠিত হয় তা নিয়ে আলোচনা করা হয়। আলোচনায় অংশ গ্রহণ করেন বিদ্যালয়ের শিক্ষক মনিরুল ইসলাম, ফাতেমা খাতুন,দিলারা আফরোজ,নুরজাহান খাতুন প্রমূখ।