মেহেরপুর নিউজ:
বাংলাদেশ খেলাফত মজলিস মেহেরপুর জেলা শাখার উদ্যোগে ৪০০ পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকালের দিকে মেহেরপুর শহীদ শামসুজ্জোহা নগর উদ্যানের সামনে পথচারীদের মাঝে ইফতার সামগ্রী বিতরন করা হয়।
বাংলাদেশ খেলাফত মজলিস মেহেরপুর জেলার শাখার সভাপতি মুফতি হোসাইন আহমেদের নেতৃত্বে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় সেখানে দোয়া অনুষ্ঠিত হয়। ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বাংলাদেশ খেলাফত মজলিস মেহেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি মিনারুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, মুফতি সাদিকুল ইসলাম, মাওলানা মাহবুবুর রহমান, মুফতি ইমামুল হক,সাব্বির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।