মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম এবার রাতের আঁধারে মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের উজুলপুর গ্রামে আসন্ন এসএসসি পরীক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে পরীক্ষার প্রস্তুতি বিষয়ে খোঁজখবর নিলেন।
সোমবার মধ্যরাত পর্যন্ত তিনি এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণকারীদের বাড়ি বাড়ি গিয়ে তাদের পড়াশোনার খোঁজখবর নেন। একই সাথে তিনি পরীক্ষার বিভিন্ন ধরনের উপকরন উপহার হিসেবে প্রদান করেন।মেহেরপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুর রহমান এ সময় তার সাথে ছিলেন।