মেহেরপুর নিউজ:
পবিত্র রমজান উপলক্ষে মেহেরপুরে বাজার মনিটরিং অভিযানে এক ব্যবসায়ীকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বুধবার বিকেল সাড়ে ৪টায় সদর উপজেলার বারাদি বাজারে এ অভিযান চালান মেহেরপুর জেলা প্রশাসনের এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজেদুল ইসলাম।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, রমজানে চাহিদা বেশি থাকায় কিছু অসাধু ব্যবসায়ী অনৈতিক সুযোগ নেওয়ার চেষ্টা করেন। এ কারণে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় তিন ব্যবসায়ীকে জরিমানা করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার সংগঠন ‘ক্যাব’-এর মেহেরপুর জেলা সভাপতি রফিকুল আলম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা সদস্য সচিব মুজাহিদুল ইসলামসহ মনিটরিং কমিটির অন্যান্য সদস্যরা।