মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ অভিযান চালিয়ে দোকানে মূল্য তালিকা না প্রদর্শন না করাসহ ফিলিং স্টেশনে সিলিন্ডারে গ্যাস বিক্রি করাই ২ ব্যবসায়ীর নিকট থেকে ৩৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
সোমবার দুপুরের দিকে মেহেরপুরের গাংনী উপজেলার বামুন্দি এবং গাংনী বাজারে এ অভিযোগ চালানো হয়। মেহেরপুর জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সরকারি পরিচালক মোহাম্মদ মামুনুল হাসানের নেতৃত্বে অভিযানে মেহেরপুরে গাংনী উপজেলার বামুন্দী ও গাংনী বাজারে অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালে দোকানে মূল্য তালিকা না প্রদর্শন করার কারণে মেসার্স জননী স্টোরের মালিক মো: মহিবুল হক এর নিকট থেকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৪ ধারায় ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
একই দিনে বামুন্দি থ্রি স্টার ফিলিং স্টেশনে গ্যাস সিলিন্ডার মাধ্যমে গ্যাস বিক্রি করার অভিযোগে মালিক মো: আতাউল হক সৈকতের নিকট থেকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় সকলকে ন্যায্যমূল্যে পণ্য বিক্রয়, অবৈধ মজুদ না করা, সঠিকভাবে মুল্য তালিকা প্রদর্শন, ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় না করার বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়।অভিযান চলাকালে নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ সহ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।