মেহেরপুর নিউজ:
অন্যান্য বছরের মতো এবারও পবিত্র মাহে রমজানের শুরুতেই মেহেরপুরের অলিগলিতে সরগরম হয়ে উঠেছে ইফতার বাজার। শনিবার শেষ রাতে সেহেরি খেয়ে রোজা শুরু করেন বাংলাদেশের মানুষ।
পবিত্র মাহে রমজান শুরু হওয়ার প্রথম দিনেই মেহেরপুর শহরে অস্থায়ী ভাবে গজে ওঠা ইফতার সামগ্রী দোকান গুলোতে এই চিত্র দেখা গেছে। মেহেরপুর শহরের প্রধান প্রধান সড়কের দু’পাশে পবিত্র রমজান মাস উপলক্ষে অসংখ্য অস্থায়ী ইফতার সামগ্রীর দোকান গড়ে তোলা হয়েছে। এই দোকান গুলোতে মানুষ ইফতার সামগ্রী কিনতে ভিড় জমাচ্ছেন। চপ প্রকারভেদে ৫ – ১০ টাকা পিস দরে বিক্রি হচ্ছে। বর্তমানে নতুন পেঁয়াজ ওঠা শুরু হলে পেঁয়াজ দাম কমে ৩৫ থেকে ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অথচ সেই পিয়াজ কিনে পিঁয়াজু তৈরি করে বিক্রি করছে ৩০০ টাকা কেজি। এ ব্যাপারে পিঁয়াজু ব্যবসায়ীদের বক্তব্য, পিঁয়াজের দাম কমেছে ঠিকই। তবে তেল, বেষম এবং গ্যাসের দাম বাড়ার কারণে পিঁয়াজুর দাম বেড়েছে বলে ব্যবসারে জানান।